ঈদুল ফিতরের আগে বৃহস্পতিবার (২৭ মার্চ) শেষ অফিস করছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। শুক্রবার থেকে শুরু হচ্ছে টানা ৯ দিনের সরকারি ছুটি। ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল, টানা ছুটি কাটাবেন সরকারি চাকরিজীবীরা। দীর্ঘ ছুটিতে অনেকেই বাড়ির পথে রওনা হওয়ায় খালি হতে শুরু করেছে রাজধানী ঢাকা।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ মার্চ বা ১ এপ্রিল মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ৩১ মার্চ ধরে ঈদের ছুটি নির্ধারণ করে রেখেছে সরকার। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ৩১ মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার ছিল শেষ কর্মদিবস। রোজার মধ্যে বিকেল সাড়ে ৩টায় অফিস ছুটি হলেও বৃহস্পতিবার দুপুরের পর থেকেই চাকরিজীবীদের অনেককে বাড়ির পথ ধরতে দেখা যায়। অনেকেই ২৬ মার্চও বাড়ির পথে রওনা হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরের পর রাজধানীতে ভিড় দেখা গেলেও রাত বাড়ার সাথে সাথে কমতে থাকে। অনেকে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন।
ঈদ উপলক্ষে এবারই প্রথম পাঁচদিনের ছুটি দেয়া হচ্ছে। ২৮ মার্চ শবে কদরের ছুটি। ২৯ মার্চ থেকে শুরু হচ্ছে ঈদুল ফিতরের ছুটি, টানা পাঁচদিনের ছুটি (২৯, ৩০, ৩১ মার্চ এবং ১ ও ২ এপ্রিল) চলবে ২ এপ্রিল পর্যন্ত। এরপর মাঝে ৩ এপ্রিল অফিস খোলা ছিল। এরপর আবার ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) দু’দিনের সাপ্তাহিক ছুটি।









