প্রথমবারের মতো ২০ জন নারী উদ্যোক্তা নিয়ে ‘ডিজায়ার’ আয়োজন করেছে ‘ঈদ ফিস্টা অনলাইন’ মেলা। মেলায় অংশ নেওয়া প্রতিটি নারী উদ্যোক্তা ঘরে বসেই তাদের অনলাইন পেইজটি সামাল দিচ্ছে এবং মেলায় তারা নিয়ে এসেছে তাদের পণ্যগুলো।
এর ফলে কোন রকম ঝামেলা ছাড়া ঘরে বসেই ৩ এপ্রিল থেকে ১৩ এপ্রিল পর্যন্ত এই মেলায় অংশ নিয়ে ক্রেতারা পাবেন ফ্রি হোম ডেলিভারিসহ ২০টি ব্র্যান্ডের পণ্য কেনার সুযোগ।
বিশ্বাসযোগ্যতার সাথে সকল ক্রেতাকে তাদের পছন্দের পণ্যটি পৌছে দেওয়াই এই মেলার উদ্দেশ্য। আর মেলায় প্রদর্শিত পণ্যের ওপর রয়েছে বিশেষ ছাড়, কুপন, অফারসহ অনেক কিছু।
মেলার গ্রুপ লিংক- https://www.facebook.com/groups/eidfiestabydesire/







