বর্তমানে সিনেমা নির্মাণে ব্যস্ত হলেও নাট্য জগতে নির্মাতা চয়নিকা চৌধুরীর বেশ সুনাম। তার নির্মাণে কাজ করে বহু শিল্পীর ক্যারিয়ার মসৃণ হয়েছে। তার নির্মিত নাটক থেকে গড়ে উঠেছিল জনপ্রিয় সব জুটি। একসময়ের ব্যস্ত এই নির্মাতা এবার জুনায়েদ বোগদাদী ও পারসা ইভানাকে নিয়ে নতুন জুটি হিসেবে দর্শকদের সামনে আনতে চলেছেন।
তাদের একইস্ক্রিনে এনে নতুন টেলিফিল্ম ‘রাজকুমার ও অপ্সরী’ তৈরি করছেন চয়নিকা। যেটি রচনা করেছেন ফারিয়া হোসেন। বিশেষ এই টেলিছবিটি ঈদে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে।
একটি কাপলের গল্পে নির্মিত হচ্ছে ‘রাজকুমার ও অপ্সরী’। নির্মাতা জানালেন, সাংসারিক লাইফে ইগো একটা ফ্যাক্ট। আর স্বামী স্ত্রী যদি একই কর্মস্থলে কর্মরত থাকেন তাহলে পদে পদে ইগোস্টিক সমস্যা ফেস করতে হয়। এই সমস্যা এবং একটি ভালোবাসার গল্প নিয়ে মূলত এ টেলিফিল্ম।
পারসা ইভানা বলেন, দিদি (চয়নিকা চৌধুরী) অনেক কেয়ারিং। আমার কস্টিউম তো আছেই, তবুও উনি শুটিংয়ে কিছু শাড়ি গহনা নিয়ে এসেছেন। এই বিষয়টি আমাকে মুগ্ধ করেছে। জুনায়েদের সঙ্গে প্রথম কাজ হচ্ছে। গল্পটাও আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে। যেহেতু আমি একজন পেশাদার শিল্পী, তাই নতুন আর্টিস্ট ও নির্মাতাদের সঙ্গে ভালো গল্প ও চরিত্র পেলে আমি কাজ করবো, যেটা পছন্দ মতো করার চেষ্টা করে যাচ্ছি।
চয়নিকা চৌধুরী বলেন, স্ক্রিনে আমি কেমন কস্টিউম চাচ্ছি সেটা আর্টিস্টদের সময় নাও থাকতে পারে, এজন্য আমার কাজগুলো আমি শুরু থেকে নিজের পছন্দে কস্টিউম নিয়ে আসি।
নতুন জুটি নিয়ে ‘বিশ্বসুন্দরী’র এই নির্মাতা বলেন, জুনায়েদের কিছু কাজ দেখে তার অভিনয় ভালো লেগেছে। পারসা ইভানার ‘শেষমেষ’ নাটকে নাচ দেখে মুগ্ধ হই। তখন মনে হয় এই দুজনকে নিয়ে কাজ করলে চমৎকার জুটি প্রতিষ্ঠা পেতে পারে। তারা দুজনেই সময়মতো শুটিংয়ে এসেছে। রিহার্সেল করে চমৎকার অভিনয়ের চেষ্টা করছে। এই চেষ্টাটা অনেক প্রশংসনীয়। আমার ইচ্ছে আছে, আগামীতে জুনায়েদ ও ইভানাকে আরও কাজ করবো। যদিও আমি এখন সিনেমার প্রস্তুতি নিচ্ছি। আগামী অক্টোবর থেকে ‘সখা’ (সোলমেট) ছবির শুটিংয়ে যাবো, পরের বছর করবো ‘মাতাল হাওয়া’। এরমধ্যে পছন্দমতো শিল্পীদের যদি পাই তাহলে দুএকটি নাটক নির্মাণ করবো।
চয়নিকা চৌধুরী মনে করেন, মানুষের সুন্দরভাবে জীবনযাপনে ভালোবাসা সবচেয়ে বেশি প্রয়োজন। তিনি বলেন, প্রয়াত মোস্তফা কামাল সৈয়দ আমাকে সবসময় বলতেন স্ক্রিনে পজিটিভ বিষয় দেখাতে এবং সেটা দেখে যেন মানুষ তার জীবনে কিছু কাজে লাগাতে পারে তাই দেখাবা। আমার স্কুলিংটা এভাবে। চারদিকে ভিউয়ের ছড়াছড়ি, যদিও ভিউ জিনিস আমাকে টানে না, আমার সিগনেচারটাও নষ্ট করবো না।









