ঈদের চতুর্থ দিন চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে তারকাবহুল দুই নাটক। যার একটি ‘ফিল মাই লাভ’ এবং অন্যটি ‘দ্যা লাস্ট ট্রেন।’
‘ফিল মাই লাভ’-এ দেখা যাবে কবিতা একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ে তার সাথের সবার প্রেম হলেও কবিতার জীবনে কখনো প্রেম আসেনি। প্রেম নিয়ে বন্ধুরা কিছু বললেই বলে, কাউকে দেখে তার কখনো প্রেম করতে ইচ্ছে করেনি। তবে তার জীবনেও একদিন প্রেম আসবে এবং সে সেই মানুষটারই অপেক্ষায় আছে।
একদিন হঠাৎ তার বান্ধবী অসুস্থ হয়ে গেলে তাকে নিয়ে হসপিটাল যায়। বান্ধবীকে ডাক্তারের রুমে দিয়ে বেশি লোক দেখে কবিতা বাইরের যায়। হসপিটালের বারান্দা দিয়ে হাটতে হাটতে হঠাৎ তার চোখ যায় একটা রুমের দিকে। একজন ডাক্তার একটা ছোট বাচ্চাকে ইনজেকশন দিবে। ইনজেকশন দেওয়ার আগে সে বাচ্চাটার সাথে অনেক দুষ্টুমি করে। আর এই দুষ্টুমির মধ্যেই সে বাচ্চাটাকে ইনজেকশন দিয়ে দেয়। বাচ্চাটা ফিলই করেনি। বরং হাসির মধ্যেই ছিল। কবিতা ডাক্তারের উপর ক্রাশ খেয়ে যায়। বাসায় যেয়ে, ইউনিভার্সিটি যেয়ে সারাক্ষণ সে তখন ডাক্তারের কথাই ভাবে…।
নাটকটির গল্প ও পরিচালনায় মাশরিকুল আলম। অভিনয়ে তওসিফ মাহবুব, সাফা কবির প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন বিকেল ০৭:৫০ মিনিটে।
‘দ্যা লাস্ট ট্রেন’-এ দেখানো হয় দোলন অনার্স পাশ করেছে। মাস্টার্স পড়ার জন্য ঢাকাতে এসেছে। উঠেছে দুলাভাইয়ের বাসায়। দোলন বাসার ছাদে দাঁড়িয়ে আছে। সে লক্ষ করে নিচে একটা মেয়ে কবুতর ও খরগোস কে খাবার দিচ্ছে। মেয়েটার পেছনের দিকটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তার অতুলনীয় চুল। কৌশল করে মেয়েটার মুখটা এত দেখার চেষ্টা করে কিন্তু দেখতে পারেনা। দোলনের ভিতর কৌতূহল তৈরি হয়। সে মেয়েটাকে দেখার জন্য আসে পাশে ঘুর ঘুর করতে থাকে। ঘটে বিপরীত ঘটনা। একটা প্রেমময় পরিবেশ তৈরি হয়। মেয়েটা দোলনকে ফলো করে উল্টা তাকে চুরি করে দেখার চেষ্টা করে কিন্তু দোলন বুঝতে পারেনা। লোকচুরির এই খেলায় দুজন যে দুজনকে ফলো করে এটা তারা বুঝতে পারে। এরই মধ্যে দুজনের ভিতর কথা না হলেও আকার ইঙ্গিত ও চোখের ইশারায় একটা সম্পর্ক তৈরি হয়ে যায়। মেয়েটা আর কেও নয় তৃষ্ণা।
কিছু প্রেম আছে যা কথা না হলেও এক জন আর এক জনের মনের মধ্যে জায়গা করে নেয়। জায়গা করে নিলেও তৃষ্ণা তাকে এড়িয়ে চলতে চায়। কারণ তৃষ্ণার আগে বিয়ে ছিল। নেশাখোর স্বামী তাকে জ্বালা যন্ত্রণা দিত। এক সময় তাকে তালাক দেয়। তাই সে শহরে চলে এসেছে। থাকে খালা খালুর বাসায়। যাইহোক ঘটনাক্রমে তাদের মধ্যে প্রেম হয়ে যায়।
রচনা ও পরিচালনা মৃত্যুঞ্জয় সরদার উচ্ছ্বাস। অভিনয়ে তানজিম তটিনী, সোহেল মন্ডল, মাসুম বাশার, মিলি বাশার প্রমুখ। প্রচার হবে ঈদের চতুর্থ দিন রাত ০৯:৩৫ মিনিটে।







