সিনেমা কিংবা ওয়েব সিরিজ পছন্দ করেন না, এমন মানুষ খুঁজে পাওয়া দুস্কর! আর লম্বা সময় ছুটি হলেতো কোনো কথাই নেই! ঈদুল আযহা উপলক্ষ্যে দেশের প্রেক্ষাগৃহে ৫টি নতুন সিনেমা সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও ইউটিউবে আসছে শত শত কন্টেন্ট।
এসবের বাইরে ওটিটিতেও এসেছে নতুন নতুন কন্টেন্ট। ঈদের ছুটি যারা ঘরে বসেই কাটান, তারা দেখে নিতে পারেন ওটিটিতে মুক্তি পাওয়া বাংলা ভাষায় নির্মিত টাটকা কিছু সিনেমা, সিরিজ।
রক্তজবা, আইস্ক্রিন
ঈদ উপলক্ষ্যে দেশের অন্যতম ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে দেখা ‘কাঠবিড়ালী’ খ্যাত নির্মাতা নিয়ামুল মুক্তার একেবারে নতুন ছবি ‘রক্তজবা’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন হালের ক্রেজ শরিফুল রাজ ও নুসরাত ইমরোজ তিশা।
একজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে আসা একটি চিঠিকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ‘রক্তজবা’র গল্প। যে চিঠির মাধ্যমে শিক্ষক ফিরে যান একযুগ আগে। অতীত এবং চলমান ঘটনার মিশেলে একে একে উন্মোচিত হতে থাকে নানান রহস্য। ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, শিল্পী সরকার অপু, জয়িতা মহলানবিশ, অরিত্র আরিয়া, কামরুল জিন্নাহ, উজ্জল কবির হিমু, কাজী তানভির, অপু প্রমুখ। ‘রক্তজবা’র কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন মুহাম্মাদ তাসনীমুল হাসান। চিত্রগ্রহণে বরকত হোসেন পলাশ।
মারকিউলিস, চরকি
ইমপ্রেস টেলিফিল্মের দর্শকপ্রিয় ছবি ‘জালালের গল্প’র নির্মাতা আবু শাহেদ ইমন প্রথম ওয়েব সিরিজ ‘মারকিউলিস’। ৮ পর্বের থ্রিলারধর্মী এই সিরিজটির গল্প এগিয়েছে এক তরুণীকে কেন্দ্র করে। অজ্ঞাতনামা একজনের হাতে খুন হয় তার প্রেমিক! একঝাঁক তারকা নিয়ে নির্মিত হয়েছে সিরিজটি। এতে অভিনয় করেছেন–গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমও। সিরিজে অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেছেন–সাবিলা নূর। এছাড়াও রয়েছেন–জাকিয়া বারী মম, ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, মিলি বাশার, শরীফ সিরাজ, সাবেরী আলম, আইশা খান, নাজিবা বাশারসহ অনেকে।
মিশন হাউন্টডাউন, হইচই
হইচইয়ের ঈদের নিবেদন ‘মিশন হান্টডাউন’। এটিও ওয়েব সিরিজ। বানিয়েছেন ‘ঢাকা অ্যাটাক’, ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়্যার: মিশন এক্সটিম টু’র মতো অ্যাকশনধর্মী সিনেমার দুই পরিচালক সানি সানোয়ার ও ফয়সাল আহমেদ। সিনেমাগুলোর মতো এই ওয়েব সিরিজটিও যৌথভাবে বানিয়েছেন তারা। পুলিশি অ্যাকশন ধাঁচের এই সিরিজে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম ও এফ এস নাঈম।
ইনফিনিটি ২, বিঞ্জ
আইস্ক্রিনে ‘রক্তজবা’ ছাড়াও ঈদে আসছে শরিফুল রাজ অভিনীত ওয়েব সিরিজ ‘ইনফিনিটি টু’ দেখতে পারবেন দর্শক, এটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম বিঞ্জে। মুক্তির তিন বছর পর এল সিরিজটির সিকুয়েল। মুক্তির আগে এক সংবাদ সম্মেলনে পরিচালক মেহেদি হাসিব জানিয়েছেন, প্রথম কিস্তি যেখানে শেষ হয়েছিল, দ্বিতীয়টির গল্প সেখানেই শুরু হয়েছে।
নিকষ, দীপ্ত প্লে
নাট্য নির্মাতা রুবেল হাসানের প্রথম ওয়েব ফিল্ম ‘নিকষ’। সুলতানা ও লিজা দুই বোনকে ঘিরে থ্রিলার ছবিটির গল্প। ছোট বোন লাপাত্তা হওয়ার পর তাকে খুঁজতে বড় বোনের যাত্রা নিয়েই এগিয়েছে গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও মাখনুন মাহিমা। এটি দেখা যাবে ওটিটি প্লাটফর্ম দীপ্ত প্লে’তে।








