ঈদুল আযহা উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রিতে ৭ ও ৮ জুলাইয়ের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। তবে বকশিশ ও সালামীর নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা।
ঈদের আগের নানা ভোগান্তি থেকে রেহাই পেতে অনেকে আগেই রাজধানী ছাড়ছেন। আর পদ্মা সেতু দিয়ে বাস চলাচল করায় যাত্রীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।
ঈদকে কেন্দ্র করে বাস কাউন্টার গুলোতে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে কয়েকদিন আগে থেকেই। ১০ জুলাই ঈদের আগের সাত ও আট তারিখের টিকিটের চাহিদাই বেশি। ওই দুই দিনের টিকিট প্রায় শেষ হলেও কোন কোন কাউন্টারে দুই একটি টিকিট পাওয়া গেলেও সেটি পেছনের সিটে। নানা অজুহাতে অতিরিক্ত ভাড়া আদায় করার অভিযোগ করেছেন যাত্রীরা।
ঈদের আগের যানজট ও নানা বিড়ম্বনা এড়াতে অনেকেই আগেভাগেই বাড়ি যাচ্ছেন। স্বপ্নের পদ্মা সেতু দিয়ে বাস চলাচল করায় একদিকে যেমন সময় সাশ্রয় হচ্ছে তেমনি স্বস্তিদায়ক হচ্ছে ভ্রমণ। ঈদের আগের সময়টাতে মহাসড়ক যানজটমুক্ত রাখতে প্রশাসন কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা যাত্রীদের।








