কারা মহাপরিদর্শক সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন, গেল বছর জেল ভেঙে পালানো বন্দিদের মধ্যে ৯ জঙ্গিসহ ৭০০ জন এখনো পলাতক রয়েছেন। এসব বন্দিদের ধরার পাশাপাশি লুট হওয়া ২৮টি অস্ত্র উৎদ্ধারের তৎপরতা চলছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (২৬ আগস্ট) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এছাড়া কারাগারে বন্দীদের মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠার কথা জানতে চাইলে কারা মহাপরিদর্শক দাবি করেন, গত এক বছরে কারাগারে কোন হত্যার ঘটনা ঘটেনি।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দেশের বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যান ২ হাজার ২শ’ বন্দি। সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন জানিয়েছেন, এখনো অসংখ্য স্পর্শকাতর বন্দি ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন।
গত ১ বছরে জুলাই গণঅভুত্থানে হত্যার মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। কারা অধিদপ্তর জানায়, বর্তমানে ডিভিশন সুবিধা পাচ্ছেন ১৬৩ জন বন্দি।
এছাড়া, কারাগারকে সংশোধনাগারে পরিবর্তন করতে কারাগারের নাম ‘কারেকশন সার্ভিস বাংলাদেশ’ করার পাশাপাশি বন্দিদের উৎপাদনমুখী করার পরিকল্পনা জানিয়েছে কারা অধিদপ্তর।









