মধ্য বাড্ডায় অবস্থিত এডিসন ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অত্যন্ত আনন্দঘন ও আড়ম্বরপূর্ণ পরিবেশে বাড্ডা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিনব্যাপী চলে এই আয়োজন।
বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ উৎসব মূখর সুশৃঙ্খল পরিবেশে মন মাতানো চমৎকার কুচকাওয়াজ ও ক্রীড়াশৈলি প্রদর্শন করে, যা উপস্থিত প্রধান অতিথি, আমন্ত্রিত মেহমান এবং অভিভাবকবৃন্দের ভূয়সী প্রশংসা অর্জন করে।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক এবং বিশেষ অতিথি ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা এম এ মতিন।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, পেশাজিবী ও অন্যান্য সন্মানিত নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।









