জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলনে বাংলাদেশের অর্থনীতি ও রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।। এই আন্দোলনের ফলে সরকারের রাজস্ব আদায় কমে গেছে এবং আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত হয়েছে। এই কারণে ব্যবসায়ীরা ক্ষতির শিকার হয়েছেন এবং দেশের অর্থনীতিতে একটি অস্থিরতা তৈরি হয়েছে।
রোববার (১৩ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নে এ উত্তর দেন তিনি।
ফাওজুল কবির খান বলেন, “আমি এনবিআর চেয়ারম্যানকেও বলেছি – কেন থামানো গেল না?”
জাতীয় রাজস্ব বোর্ড কারো ব্যক্তিগত প্রতিষ্ঠান নয় উল্লেখ করে তিনি বলেন, “এনবিআর সদস্যদেরকে বলছি কেন আপনারা আপনাদের কর্মচারীদেরকে ইয়ে…. করতে ব্যর্থ হয়েছেন। এগুলোর জবাবদিহি করতে হবে। এটা তো ব্যক্তিগত কোন ব্যবসা প্রতিষ্ঠান না যে, আমার ইচ্ছামত আমি কাজ করলাম।”
“এসব কাজের তো কনসিকোয়েন্স আছে। ইকোনমি হ্যাজ সাফারড, এক্সপোর্ট হ্যাজ সাফারড। বন্দরে কন্টেইনার জট হইছে। এখন আবার রেলের লোকবল সংকটের জন্য কন্টেইনার আনতেও পারতেছি না” বলেন তিনি।
কর্মকর্তা–কর্মচারীদের তাদের আচরণের মাধ্যমেই সরকারের হারিয়ে যাওয়া আস্থা ফিরে পেতে হবে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা।









