আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, নির্বাচনের পরিবেশকে বিঘ্নিত করে, এমন কিছু আপনারা বরদাশত করবেন না।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে আয়োজিত গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে রিটার্নিং অফিসার ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ে আপনারা ইসির ফুল সাপোর্ট পাবেন উল্লেখ করে তিনি বলেন, মব দেখতে চাই না। পুলিশকে রাস্তায় অপমানিত হতে দেখতে চাই না।
তিনি আরো বলেন, ওসিকে বাদ দিয়ে ছোটখাটো পোস্টিং আপনারা করতে পারেন।
সন্ত্রাসীদের এলাকা ছাড়া করতে হবে উল্লেখ করে তিনি প্রশ্ন করেন, ওসমান হাদিকে হত্যার ঘটনায় চেক পোষ্ট ভালোভাবে চললে, আসামী কি পালিয়ে থাকতে পারতো?
তিনি বলেন, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ছোট-বড় পরিসরে চেক পয়েন্টগুলো আরো গতিশীল করা হবে, এতে বাহিনীগুলো সমন্বিতভাবে কাজ করতে পারবে।









