নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানিয়েছেন, অবাধ- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে প্রশাসনের রদ বদলের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
শনিবার ২ ডিসেম্বর এসব কথা জানিয়েছেন তিনি।
নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব বলেন, প্রয়োজনে জেলা প্রশাসকদেরও বদলি করা হতে পারে। মাঠ পর্যায়ে নির্বাচন কমিশনারদের পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে এই সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এছাড়াও স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তায় সর্বত্র কঠোর অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বলেও জানান অশোক কুমার দেবনাথ।







