আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা নিবন্ধনের প্রক্রিয়ায় নির্বাচন কমিশন (ইসি) প্রাথমিকভাবে ১২২টি সংস্থাকে চূড়ান্ত করেছে। কমিশনের সভায় অনুমোদন পেলে সংস্থাগুলো আগামী পাঁচ বছরের জন্য ইসির নিবন্ধন পাবে।
পর্যবেক্ষক সংস্থার আবেদন যাচাই-বাছাই করতে ইসির গঠিত ১০ সদস্যের কমিটি ১২২টি সংস্থা বাছাই করে কমিশন সভায় উপস্থাপনের জন্য সুপারিশ করেছে। অনুমোদনের পর সংস্থাগুলো আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পাবে বলে জানিয়েছে কমিটির এক সদস্য।
এর আগে, ইসির গণবিজ্ঞপ্তি অনুসারে গত ১০ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ৩১৮টি এবং এর পর আরও ১৩টি—মোট ৩৩১টি সংস্থা আবেদন করে। এই আবেদনগুলো যাচাই-বাছাই করেই ১২২টি সংস্থাকে বাছাই করা হয়েছে।
ইসি জানিয়েছে, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ অনুযায়ী দ্বাদশ সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুসারে যোগ্য সংস্থাগুলোর কাছ থেকে পুনরায় দরখাস্ত আহ্বান করা হয়। এ জন্য আবেদন ফরম ও নির্দেশিকা ইসির ওয়েবসাইট ও সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে পাওয়া যাচ্ছে।
নতুন কমিশন গঠনের পর ২০২৩ সালের নীতিমালা বাতিল করে “নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫” কার্যকর করা হয়েছে। এর ফলে পুরনো নিবন্ধিত সংস্থাগুলোর কার্যক্রম শেষ হয়ে যায় এবং নতুন নীতিমালা অনুযায়ী পর্যবেক্ষক নিবন্ধন শুরু হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে প্রথমবার পর্যবেক্ষক নিবন্ধন চালু হয়। তখন ১৩৮টি সংস্থা নিবন্ধন পায় এবং ১ লাখ ৫৯ হাজারের বেশি পর্যবেক্ষক মাঠে ছিলেন। পরবর্তী তিনটি সংসদ নির্বাচনে নিবন্ধিত সংস্থার সংখ্যা ও পর্যবেক্ষকের উপস্থিতি ধীরে ধীরে কমতে থাকে। সর্বশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি সংস্থার মধ্যে প্রায় ২০ হাজারের মতো পর্যবেক্ষক ভোট দেখেছেন।









