আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ৮ বিভাগের ৪৭ জন ইউএনওকে (উপজেলা নির্বাহী কর্মকর্তা) বদলির সুপারিশ অনুমোদন করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ৪ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (চলতি দায়িত্ব) মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়কে ওসি ও ইউএনওদের বদলীর বিষয়ে নির্দেশনা দিয়েছিল নির্বাচন কমিশন। সে নির্দেশনা মোতাবেক ৪৭ জন ইউওনকে বদলির অনুমোদন চাইলে কমিশন তা অনুমোদন করেছে।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৩২০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ২৫০ জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা যেতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।








