অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, ‘প্রত্যয় স্কিম’ বাতিল, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে দ্বিতীয় দিনে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক সমিতি।
আজ বুধবার (২৭ জুন) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মবিরতি চলে।
এই বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. শেখ মাশরিক হাসান বলেন, ‘সার্বজনীন পেনশন স্কিম’ বেশ ভালো। কিন্তু একটি মহল অল্প কয়েকজন পেশাজীবিকে অন্তর্ভুক্ত করে নিজেদের আওতামুক্ত রেখেছে। এধরণের স্কিম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য প্রযোজ্য হবে না।
তিনি আরও বলেন, সর্বজনীন শব্দটার যথার্থ ব্যবহার হওয়া উচিত। আমলারা নিজেরা এই স্কিমের আওতাভুক্ত না হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংযুক্ত করে বড় বৈষম্য সৃষ্টি করেছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কর্মবিরতি চালিয়ে যাবো৷
বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল কালাম মো. লুৎফর রহমান বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সুপার গ্রেডে অন্তর্ভুক্ত ‘প্রত্যয় স্কিম’ থেকে আলাদা হওয়া এবং স্বতন্ত্র বেতন স্কেলের এই দাবি গুলো নিয়ে আমরা কর্মবিরতি চালিয়ে যাচ্ছি। এখন আমাদের ল্যাবে থাকার কথা, ক্লাসরুমে থাকার কথা কিন্তু আমাদের নামিয়ে দেওয়া হয়েছে রাস্তায়।









