পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস-হোর্তা জানিয়েছেন, তিনি ব্যক্তিগতভাবে মিয়ানমারের চলমান গৃহযুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে প্রস্তুত। আসিয়ানভুক্ত হওয়ার একদিন পর মালয়েশিয়ায় এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
সংবাদমাধ্যম এপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
রামোস-হোর্তা বলেন, পূর্ব তিমুর শান্তি ও পুনর্মিলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মিয়ানমারে তাৎক্ষণিক যুদ্ধবিরতির প্রচেষ্টা নিতে পারে। তার মতে, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগই শান্তির ভিত্তি।
তিনি মিয়ানমারের সামরিক জান্তাকে অন্তর্ভুক্ত করে সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে শর্তহীন যুদ্ধবিরতির আহ্বান জানান।
৭৫ বছর বয়সী এই নোবেলজয়ী নেতা ২০২১ সালে অং সান সু চির সরকারকে উৎখাতের পর সামরিক বাহিনীর দমননীতির তীব্র সমালোচনা করে আসছেন।
সম্প্রতি আসিয়ানের ১১তম সদস্য হয়েছে পূর্ব তিমুর। রামোস-হোর্তা বলেন, আসিয়ান সম্মত হলে তিনি ব্যক্তিগতভাবে মিয়ানমার সফর করে সামরিক নেতাদের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত।









