প্রতিনিয়ত দেশে খুনের ঘটনা ঘটছে। কিন্তু সব খুন খুন হলেও সব খুনের গল্প এক হয়না। আবার সব খুনের গল্পে সিনেমা হয়না। শত শত খুনের ঘটনা থেকে তেমনই এক ব্যক্তিক্রমী খুনের গল্প উঠে আসছে চৌকস পুলিশ কর্মকর্তা এবং ‘মিশন এক্সট্রিম’, ‘ব্ল্যাক ওয়ার’খ্যাত নির্মাতা সানী সানোয়ারের নতুন সিনেমায়! যার নাম ‘এশা মার্ডার: কর্মফল’।
নির্মাতা জানান, জানুয়ারিতে সিনেমাটির শুটিং শুরু হবে, মুক্তি পাবে আগামী রোজার ঈদে।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বনানীর একটি রেস্তোরাঁয় এই সিনেমার ঘোষণা দেন সানী সানোয়ার। সেখানে জানানো হয়, ‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমায় দুটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আজমেরী হক বাঁধন এবং পূজা ক্রুজ। আরও অভিনয় করবেন মিশা সওদাগর, শহিদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, শতাব্দী ওয়াদুদ, শরীফ সিরাজ, নিবির আদনান নাহিদ, এজাজ আহমেদ, মাজনুন মিজান, আনিসুল হক বরুণ, সুষমা সরকার, দীপু ঈমাম।
‘এশা মার্ডার: কর্মফল’ সিনেমাটির নাম ঘোষণা ও লোগো উন্মোচনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের এন্টি টেররিজম ইউনিট চিফ, অতিরিক্ত আইজিপি এস এম রুহুল আমিন, সানী সানোয়ার ছাড়াও উপস্থিত ছিলেন ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এরর কর্মকর্তারা ও শিল্পী-কলাকুশলীরা।
একটি সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটির গল্প। নির্মাতা সানী চ্যানেল আই অনলাইনকে বলেন, ২০০৯ সালে আজিমপুরে ঘটে যাওয়া একটি খুনের ঘটনা ঘিরে এই সিনেমার গল্প। কেসটি আমি সমাধান করেছিলাম, কিন্তু একাধিক বেগ পেতে হয়েছিল। কর্ম জীবনে বহু খুন তদন্তের মাধ্যমে উদঘাটন করলেও এই ঘটনাটি আমাকে বিশেষভাবে নাড়া দেয়। ২০১৮ থেকে ২০২৩ এই পাঁচ বছর সময় নিয়ে চিত্রনাট্য প্রস্তুত করেছি। আশা করছি, দর্শক অন্য রকম এক খুনের ঘটনা জানতে পারবেন। আমার পূর্বের কাজগুলো দেখে দর্শকদের যে আস্থা তৈরি হয়েছে এই কাজটি দেখলে আরও বাড়তে পারে।
এতে একজন নারী পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে বাঁধনকে। তিনি প্রথমবার এমন চরিত্র করতে যাচ্ছেন উল্লেখ করে বাঁধন বলেন, নির্মাতা সানী ভাইকে বলেছিলাম কেন সবসময় পুলিশ কর্মকর্তা হিসেবে পুরুষকে দেখেন? কোনো নারী কর্মকর্তা কি খুনের তদন্ত করতে পারেন না? যেহেতু আমি প্রথমবার এমন চরিত্র করতে যাচ্ছি আশা রাখছি নতুন অভিজ্ঞতার মুখোমুখি হবো। যেহেতু এটি খুনের গল্প তাই এর পরতে পরতে রয়েছে রহস্য এতটুকু বলছি।
এশা নামেই এ ছবিতে অভিনয় করবেন পূজা ক্রুজ, যিনি ২০১৮ সালে ‘চ্যানেল আই লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় ছিলেন। পরে অভিনয় শিখতে থিয়েটারে যুক্ত ছিলেন। পূজা বলেন, ভালো সিনেমা এবং গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য দীর্ঘদিন অপেক্ষা করেছি। সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে। এই সিনেমার গল্প ও চরিত্র সম্পর্কে জেনে মনে হয়েছে আমি এই কাজটির অপেক্ষায় ছিলাম। আমার বিশ্বাস, এ সিনেমার মাধ্যমে বেস্ট অব দ্য বেস্ট মার্কস পাবো।
‘এশা মার্ডার: কর্মফল’ হবে পুরোপুরি বাণিজ্যিক ধাঁচের সিনেমা। খুনের রহস্যের মধ্যেও ভরপুর বিনোদন থাকবে, থাকবে একাধিক গান। কপ ক্রিয়েশন ও বিঞ্জ-এর যৌথ প্রযোজনায় নির্মাণ হতে যাওয়া এই সিনেমাটি রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তির পর কোরবানির ঈদে বিঞ্জ অ্যাপে মুক্তি দেওয়া হবে।







