ভারতে ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছে দিল্লী ও এর আশপাশের বিভিন্ন এলাকা। এপর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১০ জুলাই) সকাল ৯টা চার মিনিটে এই ঘটনা ঘটে।
জাতীয় ভূতত্ত্ব পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল হরিয়ানার ঝাজ্জরে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই কম্পন হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৪।
ঝাজ্জরের বাসিন্দা রজবালা বার্তাসংস্থা এএনআইকে বলেছেন, ‘আমি ছাদে কাজ করছিলাম, তখন হঠাৎ দেখলাম মাটিটা কেঁপে উঠল। বাড়ির সকলে বাইরে বেরিয়ে আসি।’
ভূমিকম্পের তীব্রতা বেশি না হলেও এর ফলে উত্তর ভারতের বেশ কয়েকটা অংশে কম্পন অনুভূত হয়েছে। উত্তরপ্রদেশের পশ্চিম প্রান্তের মেরঠেতেও কম্পন অনুভূত হয়েছে। এর জেরে দিল্লি ও সংলগ্ন এলাকার ভবনগুলোও কেঁপে ওঠে। সতর্কতার কথা মাথায় রেখে দিল্লি মেট্রো পরিসেবা কয়েক মিনিটের জন্য বন্ধ রাখা হয়েছিল।
দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরভিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডেল-এ একটা পোস্টে লিখেছেন- ‘আমি আশা করি ভূমিকম্পের পরে সবাই নিরাপদে আছেন। সকলের জন্য প্রার্থনা করছি।’









