তুরস্কে গত সপ্তাহের বিধ্বংসী ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ-পূর্ব আলতিনোজু এলাকায় একটি বিশাল জলপাই বাগান ফেটে দুভাগ হয়ে আশ্চর্য এক গর্ত তৈরি হয়েছে। সৃষ্টি হওয়া ৯৮৪ ফুট লম্বা ফাটলটি পুরো এলাকাকে দুইভাগে বিভক্ত করে ফেলেছে।
সিএনএন এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পে ফেটে দু-ভাগ হয়ে যাওয়া জলপাই উপত্যাকার ছবিটি তুরষ্কের দক্ষিণ-পূর্ব এলাকার সিরিয়া সীমান্তবর্তী এলাকা থেকে তোলা হয়েছে। ইতিমধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে ছবিটি। এই ফাটলের ফলে ১৩০ ফুটের বেশি গভীর খাদের সৃষ্টি হয়েছে। যা সবুজ শ্যামল উপত্যাকার মাঝে একটি রুক্ষ বালুময় গিরিখাতের মত দেখাচ্ছে।
এটিকে ভূমিকম্পের শক্তিমত্তার ব্যাতিক্রমী একটি রুপ হিসেবে দেখা হচ্ছে। গত সপ্তাহের ওই ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় হাজার ভবন বিধ্বস্ত হয়েছে এবং এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে বলে জানা যাচ্ছে।
ওই এলাকার একজন বাসিন্দা ইরফান আকসু বলেন, যখন ভূমিকম্প শুরু হয়েছিল তখন সেখানে ‘ভয়ঙ্কর মাত্রায় শব্দ’ হচ্ছিল। তারা যখন সকালে জায়গাটিতে যান, তাদের কাছে মনে হচ্ছিল এটা একটা যুদ্ধক্ষেত্র।
ভবিষ্যতে কোন ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে কিনা সেটা যাচাই করে দেখতে তিনি বিশেষজ্ঞদের এলাকাটি পরিদর্শনের জন্য অনুরোধ করেছেন। তিনি বলেন, এটা নিতান্তই কোন ছোট শহর নয়। এখানে এক হাজারের বেশি বাড়ি রয়েছে এবং অন্তত ৭ হাজার মানুষ বসবাস করে।
তিনি আরো বলেন, তারা অবশ্যই অনেক ভয় পাচ্ছেন। এই ফাটলটি যদি এখান থেকে আরেকটু সরে যেত তাহলে এটি তাদের শহরের মাঝখানে হতে পারত।







