পরিবারের এক সদস্যের অসুস্থতার কারণে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্ট শেষের আগেই দল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন শ্রীলঙ্কান ক্রিকেটার দিনেশ চান্দিমাল। অবিলম্বে তিনি দেশে ফিরে যাবেন বলে বিবৃতিতে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট।
মঙ্গলবার দেয়া বিবৃতিতে বলা হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট, তার সতীর্থরা এবং কোচিং স্টাফরা এই মুহূর্তে দিনেশ চান্দিমালকে সম্পূর্ণ সমর্থন দিচ্ছে। জনগণকে তার নিজের ও পরিবারের গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানানো হচ্ছে।’
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে চান্দিমাল ১০৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৯ রানের ইনিংস খেলেন। দ্বিতীয় ইনিংসে করেন ৭ বলে ৯ রান।
প্রথম ইনিংসে ৫৩১ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয়। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রানে সফরকারীরা ইনিংস ঘোষণা করে। জয়ের জন্য বাংলাদেশের সামনে এখন ৫১১ রানের কঠিন লক্ষ্য।
ডাচ বাংলা ব্যাংক বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে প্রথম টেস্ট জিতে ১-০ ব্যবধানে এগিয়ে শ্রীলঙ্কা। দ্বিতীয় ও শেষ টেস্টেও অতিথিরা পাচ্ছে জয়ের সুবাস।








