শারদীয় দুর্গোৎসবের ধুম লেগেছে চারিদিকে। সর্বসাধারণের এই উৎসব উদযাপনে বরাবরের মতো এবারও মণ্ডপগুলোতে দেখা গেছে বলিউড তারকাদের। জমজমাট আয়োজনের মধ্য দিয়ে দুর্গোৎসব পালন হচ্ছে মুম্বাইয়ের মুখার্জী বাড়িতে।
সেই মুখার্জী বাড়ির পূজায় হাজির বলিউড অভিনেত্রী জয়া বচ্চন। তাকে দেখে ছুটে যান অভিনেত্রী কাজল। প্রিয় মানুষকে বাড়ির পূজায় পেয়ে তাকে জড়িয়ে ধরেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

গম্ভীর স্বভাবের কারণে জয়া বচ্চন মাঝেমধ্যেই ট্রলের শিকার হন। তবে এবার কাজলের বাড়িতে দুর্গাপূজার আসরে তাকে দেখে বিস্মিত হয়েছেন অনেকে। কারণ অচেনা রূপে ধরা দিলেন এই অভিনেত্রী; হাসিখুশি, সবার সঙ্গে মেতে থাকা এক অন্য জয়া। সাদা বেনারসি ও মানানসই ব্লাউজে সেজেছিলেন তিনি।

অন্যদিকে হলুদ শাড়ি পরেছিলেন কাজল। কাজলকে সামনে পেতেই জয়া এগিয়ে গিয়ে তাকে জড়িয়ে ধরেন। আলিঙ্গনের পর দীর্ঘক্ষণ হাসিমুখে কথা বলতে দেখা যায় দু’জনকে।

এদিকে অয়ন মুখোপাধ্যায়ের কাছের বন্ধু হওয়ার সুবাদে মুখার্জী পরিবারের সঙ্গে রণবীরের আত্মীয়তা দীর্ঘদিনের। সেই প্রেক্ষিতেই মহাসপ্তমীর বিকেলে তাদের বাড়ির পুজোয় পৌঁছে গিয়েছিলেন রণবীর কাপুর।
যদিও মাসখানেক আগেই পিতৃবিয়োগ ঘটেছে অয়নের। শশধর মুখোপাধ্যায়ের প্রয়াণে এবারের পুজোর জৌলুসও কম! তবে আড়ম্বরহীন হলেও ভক্তির খামতি নেই। সেই পুজোর আসরেই মধ্যমণি হয়ে উঠলেন ‘পর্দার রাম’ রণবীর কাপুর।

কখনও পুরোহিতের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা গেল তাকে তো কখনও বা আবার অয়ন, শর্বরীদের সঙ্গে আড্ডা দিলেন। এমনকি রানী-কাজলদের বাড়ির পূজায় আগত দর্শনার্থীদের সই-সেলফির আবদারও মেটালেন বলিউড সুপারস্টার। এককথায় নর্থ বম্বে সর্বজনীনের সপ্তমী পূজার আসর মাতিয়ে দিলেন অভিনেতা।









