‘পাঠান’ এবং ‘জওয়ান’র ব্যাপক সাফল্যের পর এবার শাহরুখ ভক্তরা দিন গুনছেন তার পরবর্তী সিনেমা ‘ডাংকি’র অপেক্ষায়। ইতোমধ্যেই ঘোষণা এসেছে আসছে ২১ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। তাইতো শাহরুখ ভক্তরা এখন দিন গুনছে আসন্ন ছবিটির প্রথম ঝলক অর্থাৎ টিজার মুক্তির অপেক্ষায়। কিন্তু কবে আসছে ‘ডাংকি’র টিজার জানেন কি?
বলিউড বক্স অফিস এবং ফিল্ম অ্যানালাইসিস ও আপডেটের একটি উৎসের খবর সূত্রে জানা গেছে, শাহরুখের বিশেষ দিনেই ভক্তদের উদ্দেশ্যে তার উপহার সরূপ ‘ডাংকি’র টিজার মুক্তি পাবে। আর এই বিশেষ দিনটি হলো শাহরুখের জন্মদিন।
সম্প্রতি একটি টুইট বার্তায় তারা লিখেছেন, “এক্সক্লুসিভস-তারিখটি মার্ক করে রাখুন! ‘ডাংকি’র টিজার রিলিজ ডেট আগামী ২ নভেম্বর। হ্যাঁ, আপনি ঠিকই পড়ছেন ‘ডাংকি’র টিজার রিলিজ ডেট হিসেবে নির্মাতা রাজকুমার হিরানী শাহরুখের জন্মদিনের দিনটিকেই নির্ধারণ করেছেন। সুতরাং, প্রস্তুত থাকুন ভারতীয় সিনেমার অন্যতম সেরা টিজারের জন্য। এবার শাহরুখ এবং হিরানীর ড্রিম কম্বো বক্স অফিস ধ্বংস করতে প্রস্তুত।”
যদিও নির্মাতা ও শাহরুখের কেউই এখন পর্যন্ত ‘ডাংকি’ টিজারের মুক্তি তারিখ নিয়ে মুখ খুলেননি। তবে প্রতি বছর যেহেতু শাহরুখের জন্মদিনে তার ভক্তদের জন্য কোন না কোন উপহার থাকেই, তাই ধারণা করা হচ্ছে শাহরুখের এবারের জন্মদিনে ভক্তদের জন্য ‘ডাংকি’র চমক নিয়ে হাজির হবেন এই সুপারস্টার।
শুরু থেকে শোনা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় অবৈধভাবে বসবাসকারী অভিবাসীদের বা উদ্বাস্তুদের নিয়ে এই গল্প, কারণ তাদেরকেই ‘ডাংকি’ বলা হয়। তবে গল্পের কেন্দ্র থাকবে শাহরুখের চরিত্র। যার জীবনের ওঠা-পড়া নিয়েই এগোবে ছবির মূল কাহিনী।
‘ডাংকি’-তে প্রথমবার শাহরুখের সঙ্গে কাজ করছেন রাজকুমার হিরানি। শাহরুখ খানের নায়িকা হচ্ছেন তাপসী পান্নু। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।
সূত্র: ফিল্মিবিট








