মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত বছরের তৃতীয় ও শেষ ছবি ‘ডানকি’। ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর সাফল্যের পর ‘ডানকি’ নিয়ে ভক্তদের উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে বক্স অফিসে শুরুটা তেমন জমেনি রাজকুমার হিরানি পরিচালিত এই সিনেমাটির।
বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে বিশ্বব্যাপী ছবিটি আয় করেছে ৬০ থেকে ৬৫ কোটি রুপি! যেখানে শুধু মাত্র ভারতীয় বক্স অফিস থেকে সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৩০ কোটি রুপি! যদিও প্রথম দিনের আয়ের হিসাবে অঙ্কটা কম নয়, তবে এই সিনেমাটি দিয়ে বছরের সবচেয়ে খারাপ ওপেনিং দেখেছেন শাহরুখ!
এর আগে শুধু ভারতে শাহরুখের ‘পাঠান’ মুক্তির প্রথম দিন আয় করেছিল ৫৭ কোটি রুপি, অন্যদিকে ‘জওয়ান’ এর প্রথম দিনের আয় ছিল ৭৫ কোটি রুপি। সেক্ষেত্রে ‘পাঠান’ কিংবা ‘জওয়ান’ এর তুলনায় ‘ডানকি’র আয় প্রায় অর্ধেক কম! তবে তার পরেও সর্বোচ্চ আয়ের দিক থেকে চলতি বছর মুক্তি প্রাপ্ত বলিউড সিনেমা গুলোর তালিকায় সপ্তম স্থানে জায়গা দখল করে নিয়েছে ছবিটি।
বৃহস্পতিবার সিনেমাটি মুক্তির পর অনলাইনে পাওয়া যাচ্ছে ‘ডানকি’কে ঘিরে মিশ্র প্রতিক্রিয়া। অনেকের মতেই, ‘হাসব না কাঁদব!’ ভরপুর কমেডির সঙ্গে একটা ইমোশনাল রোলার কোস্টার রাইড ‘ডানকি’।
আরেকজন লিখেছেন, ‘রাজকুমার হিরানির সবচেয়ে দুর্বল ছবি ডানকি! রসিকতাগুলো মোটেও উপভোগ্য নয় এবং স্ক্রিপ্টও ম্লান। তাপসি ও শাহরুখের রসায়ন বিন্দুমাত্র জমেনি, যদিও ছবির জন্য রসায়নটা গুরুত্বপূর্ণ ছিল। ছবিটিকে বাঁচাতে পেরেছেন একমাত্র ভিকি কৌশল।’
‘ডানকি’তে শাহরুখের চরিত্রের নাম হার্ডি। কাহিনি এগিয়েছে হার্ডি ও তাঁর চার বন্ধুকে কেন্দ্র করে। স্বপ্নপূরণের জন্য তারা লন্ডনে যেতে চায়। কিন্তু হার্ডি ও তার বন্ধুরা কেউ ইংরেজি ভালো জানে না, তাই ভিসা পেতে সমস্যা হয়। এরপর সোজা রাস্তা ছেড়ে হার্ডির নেতৃত্বে পাঞ্জাব থেকে তারা রওনা দেয় লন্ডনের পথে, যে পথের সঙ্গী নানা ধরনের বিপদ।
ভারতের সাথে একইদিনে বাংলাদেশেও মুক্তি পেয়েছে ‘ডানকি’। প্রথম দিনে মাল্টিপ্লেক্সগুলো শো চললেও শুক্রবার থেকে প্রায় অর্ধশত প্রেক্ষাগৃহে সিনেমাটি চলছে।-বলিউড মুভি রিভিউজ
ঢাকা/এফএমএস/এমটিএল







