দক্ষিণের জনপ্রিয় অভিনেতা দুলকার সালমান। মালায়ালাম ইন্ডাস্ট্রির সুপারস্টার তিনি। ভক্তদের নতুন ছবির খবর দিলেন এই তারকা। প্রকাশ করেছেন ছবির লুকও।
দুলকারের ছবি মানেই ভিন্ন কিছু। আর তাই ভক্তরা অভিনেতার ছবির অপেক্ষায় প্রহর গুনেন। শনিবার দুলকারের ক্যারিয়ারের ১২ বছর পূর্তি হয়েছে। আর এই উপলক্ষে অভিনেতা নতুন ছবির খবর জানিয়েছেন।
দুলকারের নতুন ছবির নাম ‘লাকি ভাস্কর’। ছবির পোস্টার প্রকাশ করেছেন অভিনেতা। তেলেগু এই ছবি পরিচালনা করছেন ভেনকি আটলুরি।
‘এক্স (সাবেক টুইটার)’-এ শেয়ার করা ফার্স্ট লুক পোস্টারে দুলকারের চোখে দেখা গেছে চশমা। ক্যামেরার দিকে সিরিয়াস লুকে তাকিয়ে থাকতে দেখা গেছে তাকে। ছবিতে অনেকগুলো ১০০ রুপির নোটও দেখা গেছে।
ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘সিনেমায় আমার ম্যাজিক্যাল জার্নির ১২ বছর উদযাপন করছি। আমার লাকি ভাস্কর-এর ফার্স্ট লুক প্রকাশ করছি। তেলেগু, মালায়ালাম, তামিল এবং হিন্দিতে মুক্তি পাবে আপনার কাছের থিয়েটারে।’
নতুন ছবির পোস্টার দেখে উচ্ছ্বসিত ভক্তরা। এক ভক্ত লিখেছেন, ‘তর সইতে পারছি না।’ আরেকজন লিখেছেন, ‘লুক দেখে মনে হচ্ছে মজার কিছু হবে।’
Celebrating twelve years of my magical journey in Cinema, here’s presenting the first look of our very ambitious #LuckyBaskhar 💥📈#LuckyBaskharFirstLook
Story unfolds in Telugu, Malayalam, Tamil & Hindi at the theatres near you, soon! #VenkyAtluri @gvprakash… pic.twitter.com/jukOr6cHHo
— Dulquer Salmaan (@dulQuer) February 3, 2024
সূত্র: ডেকান হেরাল্ড







