ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা) প্রিমিয়ার লিগের তৃতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছে ডুফা ভাইকিংস। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের মাঠে অনুষ্ঠিত ফাইনালে ডুফা গ্লাডিয়েটর্সকে ৪ রানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় দলটি।
শুক্রবার সকালে ছয়টি দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্টটি উদ্ধোধন করেন জাতীয় দলের সাবেক ওপেনার জাভেদ ওমর বেলিম। স্বাধীন বাংলা ক্রিকেট দলের অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা রকিবুল হাসান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান এম সালাহউদ্দিন চৌধুরীর উপস্থিতিতে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টটি শেষ হয়।
ছয়টি দল হলো-ডুফা ভাইকিংস, ডুফা গ্লাডিয়েটর্স, ডুফা চ্যালেঞ্জার্স, ডুফা ওরিয়র্স, ডুফা নাইট রাইডার্স এবং ডুফা টাইটান্স।
প্রথম ম্যাচে ৩০ রানে ডুফা গ্লাডিয়েটর্সের বিপক্ষে জয় পায় ভাইকিংসরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় চ্যাম্পিয়নরা।
প্রথম সেমিফাইনালে ডুফা ভাইকিংস ডুফা ওরিয়র্সের বিপক্ষে ৬ রানের জয় নিয়ে ফাইনাল নিশ্চিত করে। দ্বিতীয় সেমিফাইনালে ডুফা টাইটান্সকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে পা রাখে ডুফা গ্লাডিয়েটর্স।
ফাইনাল ম্যাচে মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে দুই দল। শেষ বল পর্যন্ত অপেক্ষা করতে হয় চূড়ান্ত ফলাফলের জন্য। শেষ পর্যন্ত ৪ রানে ফাইনাল জিতে ডুফা প্রিমিয়ার লিগ ২০২৩ আসরের চ্যাম্পিয়ন হয় ভাইকিংসরা।








