Advertisements
দল, মত ও আদর্শের যেই থাকুক, সবাইকে নিয়েই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন ডাকসু ভিপি পদে বিজয়ী আবু সাদিক কায়েম। এই জয়কে শিক্ষার্থীদের জয় বলেছেন, জিএস পদে বিজয়ী এস এম ফরহাদ। ভোটের ফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রতিক্রিয়ায় তারা এ কথা বলেন। স্বপ্নের ক্যাম্পাস না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।








