উড়োজাহাজের চাকা ফেটে যাওয়ায় ঢাকা-দুবাই ফ্লাইট ২৪ ঘণ্টা বিলম্ব হয়েছে। যাত্রীদের দুবাইয়ে হোটেলে রাখা হয়েছে।
স্থানীয় সময় (১৬ জুলাই) বুধবার রাতে দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করার সময় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং সেভেন এইট সেভেন ড্রিমলাইনার এয়ারক্রাফটের সামনের দুই চাকা ফেটে যায়।
তবে পাইলটের দক্ষতায় যাত্রীরা অক্ষত রয়েছেন। ওই ফ্লাইটটি দুবাই থেকে যাত্রী নিয়ে আর আকাশে উড়তে পারেনি। চাকা ফেটে যাওয়ায় ফ্লাইটটি দুবাই এয়ারপোর্টে ল্যান্ড করে রাখা হয়েছে।
ঢাকা থেকে আজ সন্ধ্যার দুবাই ফ্লাইটে ২টি চাকা পাঠানো হচ্ছে। চাকা পৌঁছানোর পর এয়ারক্রাফটটির আবার ফ্লাই করার কথা। সেক্ষেত্রে ২৪ ঘন্টারও বেশি সময় ফ্লাইট বিলম্ব হতে পারে।
উল্লেখ্য, ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে আজ দুপুরে ঢাকায় অবতরণ করার কথা ছিল।









