ক্যাম্পাসে নিরাপত্তাজনিত কারণে চার দিন মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন প্রক্টর সাইফুদ্দীন আহমদ।
রোববার (৮ ডিসেম্বর) নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগামী ১৬, ২৫ ও ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি টিএসসির মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার এক সভায় বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের পর বিশেষ এই চার দিন এ স্টেশন বন্ধ রাখতে যোগাযোগ সচিব মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালককে তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন।
চার দিনের মধ্যে ১৬ ডিসেম্বর বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর বড়দিন। এর বাইরে নতুন ইংরেজি বছরের আগের দিনি ৩১ ডিসেম্বর ‘থার্টি ফার্স্ট’ ও ১ জানুয়ারি ইংরেজি বছরের প্রথম দিন। এসব দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বেশি থাকে।
প্রক্টর বলেন, আমরা সড়কপথের ছয়টি পয়েন্ট চাইলেই বন্ধ করতে পারি। কিন্তু ঠিকই মেট্রো স্টেশন দিয়ে লোকজন চলে আসবে। তাই নিরাপত্তা ব্যবস্থার জন্য মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ থাকবে।









