ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের সংগঠন হাজী মুহম্মদ মুহসীন হল অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে মুহসীন হল ছাত্র সংসদের সাবেক জি. এস সাইদ সোহরাবকে আহ্বায়ক এবং শেখ মো. নাসিমকে সদস্য সচিব পদে নির্বাচিত করা হয়। সভায় উপস্থিত সদস্যগণ আহ্বায়ক এবং সদস্য সচিবসহ সকল সদস্যকে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের দায়িত্ব প্রদান করেন।
আহ্বায়ক কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, ড. শামসুদ্দিন ইলিয়াস, গাজী কামরুল ইসলাম সজল, শাহীন সিদ্দিক লিটন, সুলতান মো. নাসির উদ্দিন, আবদুল আওয়াল খোকন, রশিদুল আলম আলম তালুকদার, মো. হাবিবুর রহমান, মো. নূরুল ইসলাম, হুমায়ুন কবীর খান, ড. শরীফুল ইসলাম দুলু, মো. মিজানুর রহমান খান, ড. মো. শওকত হোসেন, এস এম জাহাঙ্গীর কবীর, মো. আসফ কবীর চৌধুরী (শত), আইনুল হক বাবুল, ইলিয়াস খান, আফজাল রহমান (রিয়েল), তৌহিদুল ইসলাম টিটু, দেলোয়ার হোসেন, জাহিদ রহমান, শহিদ আলমগীর, গোলাম হাফিজ নাহীন, নাহিদ হোসেন, মঞ্জুর রশীদ বিদ্যুৎ, মকবুল হোসেন পাইক, মো. ফারুক (শাসন), এম এম আবদুল্লাহ আল মামুন তুহিন, মো. বাবুল হোসেন হাওলাদার এবং জালাল মো. স্বপন।
আহ্বায়ক সাইদ সোহরাব বলেছেন, হাজী মুহম্মদ মুহসীন হল লেখাপড়া এবং একই সাথে লড়াই সংগ্রামের এক অনন্য প্রতীক। নতুন কমিটি হলের প্রাক্তন ছাত্রদের মাঝে ভালোবাসা, সম্প্রীতি, সহযোগিতা এবং নৈকট্য আরও বৃদ্ধিতে সবাইকে সাথে নিয়ে কাজ করবে।
সদস্য সচিব শেখ মো. নাসিম বলেছেন, এই হলের হাজারও প্রাক্তন শিক্ষার্থী দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে। দেশ ও মানুষের উন্নয়নে তারা বড় ভূমিকা রাখছে। মুহসীন হলের মধুর স্মৃতি তাদের কাছে অমূল্য সম্পদ। সেই শিক্ষার্থীদের এক সুতোয় দৃঢ় করে বাধতে অ্যালামনাই কাজ করবে।









