সদ্য নিষিদ্ধ ছাত্রলীগ নেতা জাহিদুল হক শুভকে (২৫) ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শুক্রবার ভোরে সদর উপজেলার তালশহর পূর্ব ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও আশুগঞ্জ উপজেলার লামা বায়েকের আমিনুল হকের ছেলে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিয়া হলের শিক্ষার্থী বলে জানা গেছে।
বিকেলে পুলিশ সদর দপ্তরে এআইজি (গণমাধ্যম ও জনসংযোগ) ইনামুল হক সাগর বিষয়টি নিশ্চিত করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশ তালশহর গ্রাম থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় বিস্ফোরক মামলা ও ঢাকার শাহবাগ থানায় একটি মামলা রয়েছে। দুপুরে গ্রেপ্তার জাহিদুলকে পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়।








