২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা উপহারের মাধ্যমে বরণ করেছে ঢাবি ছাত্রদল। ঢাবি ছাত্রদল নেতা নাছির উদ্দিন শাওন শিক্ষার্থীদের বরণ করেন।
রোববার (২৭ এপ্রিল) সকাল ১০ টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সাক্ষাৎকার দিতে আসা শিক্ষার্থীদের নোট বুক, কলম, পানি, বিস্কুট, সেলাইন প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানসহ মেডিসিন সেবা প্রদান করা হয়। সেই সাথে অভিভাবকদের জন্য বিশ্রামের সুবিধার্থে চেয়ারের ব্যাবস্থাসহ সার্বিক তথ্য প্রদান করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাওন এর নেতৃত্বে উপস্থিত ছিলেন,ইমাম আল নাসের মিশুক (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি), আকিব জাবেদ রাফি (যুগ্ম সাধারণ সম্পাদক ঢাবি), আব্দুল্লাহ সেকান্দার, (সহ সাধারণ সম্পাদক), মানিউল আলম পাঠান শান্ত (গণসংযোগ বিষয়ক সম্পাদক), ইমদাদুল হক (সদস্য), হাসিবুর রহমান সাকিব (সদস্য), মোঃ আবুজার গিফারী ইফাত (দপ্তর সম্পাদক মহসিন হল শাখা), রায়হানা পারভীন (সহ ছাত্রী বিষয়ক সম্পাদক), সাফওয়ান হাসান তামিম (সহ-আইন সম্পাদক), কাজী আবির (কর্মী), আব্দুল্লাহ অনন্ত (কর্মী), লুৎফুর কবির রানা (কর্মী), আব্দুল ওহেদ (ক্রীড়া সম্পাদক জসীমউদ্দিন হল শাখা), মাসুম বিন বশির (কর্মী), নাঈম চৌধুরী (কর্মী)।









