গাইবান্ধার সুন্দরগঞ্জে মাজারের খিচুড়ি খাওয়া নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে আহম্মদ আলী নামে এক ওষুধ ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সখের বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, গত কয়েক দিন ধরে মালিবাাড়ি ইউনিয়নের একটি মাজারে ধর্মীয় অনুষ্ঠান চলছিল। মঙ্গলবার গভীর রাতে মাজারের খিচুড়ি নিয়ে সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের নয়নসুখ গ্রামে ফিরে আসেন ওষুধ ব্যবসায়ী আহম্দে আলী।
বুধবার সকাল ৯ টার দিকে সেই খিচুড়ি নষ্ট হওয়ায় খেতে না পেরে পাশের দোকানী রেনু মিয়ার সাথে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে রেনুমিয়ার লোকজনও বিতর্কে জড়িয়ে পরে। এসময় রেনু মিয়ার সহায়তায় তার লোকজন ওষুধ ব্যবসায়ী আহমেদ আলীকে মারধর করে। এতে ঘটনাস্থলেই আহম্দে আলী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হলে প্রতিপক্ষের লোকজন লাশ ফেলে পালিয়ে যান।
এ ঘটনায় নিহতের স্বজনরা রেনু মিয়ার বাড়িসহ আরো দুইটি বাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে মামলা দায়েরের পক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন তিনি।









