ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে চ্যানেল আই। ফাইনাল হেরেও আসরে ব্যাটে বলে দুর্দান্ত পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ওপেনার নীলাদ্রি শেখর। পাঁচ ম্যাচে ২৫৪ রানের পাশাপাশি বল হাতেও ৫ উইকেট নিয়েছেন নীলাদ্রি। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে শিরোপা নিজেদের করে নেয় চ্যানেল২৪। ৪৮টি মিডিয়া প্রতিষ্ঠানের অংশগ্রহণে এবারের ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত খেলে ফাইনালে জায়গা করে নিয়েছিল চ্যানেল আই এবং চ্যানেল২৪।
আসরে তিন ম্যাচে খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন নীলাদ্রি। ফাইনালেও করেছেন রান, নিয়েছেন উইকেট। ফাইনালেও দলের সর্বোচ্চ ৪৮ রানের পাশাপাশি এক উইকেট নিয়েছেন। কোয়ার্টার ফাইনালে নীলাদ্রির ব্যাট থেকে আসে ৪৮ রান। বল হাতেও এক উইকেট উঠেছিল তার নামের পাশে।
সেমিফাইনালে ম্যাচসেরা হয়েছিলেন চ্যানেল আইয়ের সাইফুল ইসলাম, ওই ম্যাচে তার সাথে জুটি গড়েও নীলাদ্রি ২৬ রান করেছিলেন। কোয়ার্টার ফাইনালে দৈনিক কালবেলাকে হারানোর দিনে এ ওপেনার ৪৮ রান ও ১টি উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন।
শেষ ষোলোর ম্যাচে দৈনিক জনকণ্ঠের বিপক্ষে ম্যাচসেরা খেলোয়াড় নীলাদ্রি। ব্যাট হাতে ৪৮ রান এবং বল হাতে এক উইকেট নিয়ে ম্যাচসেরার পুরস্কার উঠেছে নীলাদ্রির পকেটে। দ্বিতীয় ম্যাচের সেরা খেলোয়াড় রাহুল রায়। এদিন নীলাদ্রির থেকেও এসেছিল অপরাজিত ২০ রান। আসরের প্রথম ম্যাচে দৈনিক দিনকালের বিপক্ষে ৫২ রান করে ম্যাচ সেরার পুরস্কার জিতেছিলেন নীলাদ্রি।
ফাইনালে চ্যানেল২৪ এর বিপক্ষে আগে ব্যাট করে নির্ধারিত ৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৬ রান তুলেছিল চ্যানেল আই। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে শেষ বলে দরকার ছিল এক রান, চার মেরে ম্যাচ জিতে নেয় চ্যানেল২৪। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ বলে হয় শিরোপার মিমাংসা। ফাইনালের সেরা খেলোয়াড় হন আদ-দ্বীন সজীব।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিতদের হাতে চ্যাম্পিয়ন ও রানার্স ট্রফি, মেডেল এবং অর্থ পুরস্কার তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু।









