ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিডিয়া কাপ ক্রিকেটে শুভ সূচনা করেছে চ্যানেল আই। নিজেদের প্রথম খেলায় দৈনিক দিনকালকে ৭৯ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম জয় তুলেছে চ্যানেলটি। ম্যাচসেরা হয়েছেন চ্যানেল আইয়ের ওপেনার নীলাদ্রি শেখর।
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন চ্যানেল আইয়ের অধিনায়ক তরিকুল ইসলাম মাসুম। ব্যাটে নেমে ঝড়ো শুরু করেন নীলাদ্রি ও রাহুল রায়। নীলাদ্রি ৫২ রানে এবং রাহুলও ৫২ করে অপরাজিত থাকেন।
ঝড়ো ব্যাটিংয়ে ৪ বলে ১৮ রান করেন নাজিব বেগ। ২ বলে ৮ রান করেন সাইফুল ইসলাম। নির্ধারিত ৬ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ১৫৪ রান তোলে দলটি। জবাবে নির্ধারিত ৬ ওভারে ৭৫ রান করে দিনকাল। চ্যানেল আই জয় তোলে ৭৯ রানে।









