ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হলেন রাহুল দ্রাবিড়। ২০২৫ মৌসুমের জন্য দলটির কোচ হয়ে ফিরলেন। জুনে ভারতকে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতানোর পর প্রথমবার কোনো কাজে যোগ দিলেন।
রাজস্থানের সঙ্গে দ্য ওয়ালের সম্পর্ক পুরনো। ২০১২-১৩ মৌসুমে দলটির অধিনায়ক ছিলেন দ্রাবিড়। ২০১৪ এবং ২০১৫ মৌসুমে দলটির ডিম ডিরেক্টর এবং মেন্টর হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ মৌসুমে বর্তমান দিল্লি ক্যাপিটালস নামে থাকা দিল্লি ডেয়ারডেভিলের সঙ্গে ছিলেন তিনি।
২০১৯ সালে বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির প্রধান কোচ হওয়ার আগপর্যন্ত সেখানেই ছিলেন দ্রাবিড়। ২০২১ সালে ভারতের প্রধান কোচ হওয়া পর্যন্ত অ্যাকাডেমিতে দায়িত্ব পালন করেন।
দ্রাবিড়ের সঙ্গে ভারতের সাবেক কোচ বিক্রম রাথোরকে সহকারী কোচ নিয়োগ করেছে রাজস্থান। শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা দলটির ডিরেক্টরের দায়িত্বে ছিলেন, তিনি এখন সাউথ আফ্রিকান টি-টুয়েন্টি লিগের দল পার্ল রয়্যালস এবং সিপিএলের দল বার্বাডোস রয়্যালসের দায়িত্ব সামলাবেন।









