নিজের পেশাগত ব্যস্ততায় অভিনয় খানিকটা কমিয়ে দিয়েছিলেন স্থপতি অপু হাসান। তবে আবার নতুন উদ্যোমে নাটকে নিয়মিত হওয়ার আশাবাদ জানিয়েছেন এই অভিনেতা।
জানান, তিনি পেশায় স্থপতি। আর নেশা অভিনয়। তাই পড়াশোনার সময় থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত। বিজ্ঞাপনের মডেল হওয়ার পাশাপাশি অভিনয় করেছেন অসংখ্য নাটকে। অভিনয় করেছেন চলচ্চিত্রেও।
আবুল হায়াত, তানভীর হাসান প্রবাল, হাসান শিকদার, মাসুদ সেজান, মাতিয়া বানু শুকুর মতো নামী পরিচালকের সঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্রে ইফতেখার চৌধুরীর ‘খোঁজ দ্য সার্চ’, ‘দেহরক্ষী, ‘রক্ষা, সোহানুর রহমান হোসানের ‘দ্য স্পিড, আকতার উজজামানের ‘সূচনা রেখার দিকে’-তে কাজ করেছেন।
অপু হাসান বলেন, ‘অভিনয় আমার খুব প্রিয় জায়গা। অনেক নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছি। কিন্তু মাঝে নিজের স্থাপত্য নিয়ে কাজ বেড়ে যাওয়ায় নাটক কমিয়ে দিয়েছিলাম। এখন নিজের গড়া আর্কিটেকচার ফার্ম ‘দেশ আর্কিটেক্টস’ গুছিয়ে নিয়েছি। তাই আবার নতুন করে কাজে ফিরলাম।’
তিনি জানান, কয়েকদিন আগে বিটিভির একটি একক নাটকে অভিনয় করেছেন। নাটকটির নাম ‘দৃষ্টিকোণ’। শফিকুর রহমান শান্তনু রচনায় নাটকটি প্রযোজনা করেছেন মনিরুল হাসান। অপু হাসান জানান, ৫ অক্টোবর শনিবার রাত ৯ টায় প্রচারিত হবে নাটকটি।









