বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে লন্ডন থেকে ঢাকায় এসেছেন তার পুত্রবধূ এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।
আজ ৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১১টার দিকে তিনি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যায় (বাংলাদেশ সময় মধ্যরাতের কিছু পর) তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
ঢাকায় পৌঁছে ডা. জুবাইদা রহমান সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাওয়ার কথা রয়েছে, যেখানে বর্তমানে খালেদা জিয়া চিকিৎসাধীন।উন্নত চিকিৎসার জন্য যখনই লন্ডনগামী এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত হবে, বেগম জিয়ার সঙ্গে লন্ডনযাত্রায় তিনি শরিক হবেন।
জর্জিয়া থেকে অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় পৌঁছানোর সময়সূচি চূড়ান্ত হওয়ার অপেক্ষায় আছে দল ও পরিবার। সব প্রস্তুতি সম্পন্ন হলে খালেদা জিয়াকে শিগগিরই লন্ডনে নেওয়া হতে পারে বলে জানা গেছে।









