দেশের বিরাজমান পরিস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের নতুন-পুরনো সকল রাজনৈতিক দলকে নিয়ে জরুরি বৈঠক ডাকতে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানিয়েছেন জনতা পার্টি বাংলাদেশের (জেপিবি) নির্বাহী চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন।
শুক্রবার (২৩ মে) এই আহ্বান জানিয়ে গোলাম সারোয়ার মিলন বলেন, উদ্ভুত পরিস্থিতিতে জুলাই অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর ঐক্যের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, দেশ ও গণতন্ত্রবিরোধী যে কোনো ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হলে পারস্পরিক মান-অভিমান ও ক্ষুদ্র স্বার্থ একদিকে রেখে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ড. ইউনূসের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে বিচার, সংস্কার ও নির্বাচন সম্পন্ন করতে হবে।
তিনি আরও বলেন, একইসঙ্গে দেশের অর্থনীতিকে গতিশীল করার ওপর জোর দেওয়া এখন সময়ের দাবি। এই কাজগুলো সম্পন্ন করার লক্ষ্য স্থির করে জাতিকে ও গোটা বিশ্বকে জাতীয় ঐক্যের বার্তা দেওয়া এখন অত্যন্ত জরুরি বলেও মন্তব্য করেন জেপিবির নির্বাহী চেয়ারম্যান।









