ড. ইউনূসকে নিয়ে ওয়াশিংটন পোস্টের ছড়িয়ে পড়া প্রতিবেদনটি সঠিক নয় বলে বলে জানানো হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ফ্যাক্ট চেক থেকে।
জানানো হয়েছে: সম্প্রতি জনসাধারণকে বিভ্রান্ত করার অপচেষ্টায় একটি কুচক্রী মহল ওয়াশিংটন পোস্টের নামে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে নিয়ে একটি ভুয়া প্রতিবেদন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। ‘ওয়াশিংটন পোস্ট’ প্রধান উপদেষ্টার প্রেস উইংকে নিশ্চিত করেছে যে প্রতিবেদনটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট । সকলকে কোনো ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
এর আগে ওয়াশিংটন পোস্টের একটি প্রতিবেদন অনুরূপ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হয়।
পোস্টগুলোতে বলা হয়: ‘‘ড. ইউনূসের বিষয়ে আমেরিকার ওয়াশিংটন পোস্ট পত্রিকা ভয়াবহ নিউজ প্রকাশ করেছে৷
ইউনূস সরকারের ছাত্র গ্রুপ যে জঙ্গিবাদের সাথে যুক্ত সেটা স্পষ্ট উল্লেখ করেছে পত্রিকাটি। শুধু তাই নয়, মহামান্য রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণের পরিকল্পনা করা হয়েছিলো ছাত্রদের দ্বারা মব জাস্টিস ঘটিয়ে। তারপর সেনাপ্রধান ওয়াকার, ৬৭ জন সিনিয়র আর্মি অফিসার, ৩৮৭২ জন মিলিটারি অফিসারকে বরখাস্ত করার পরিকল্পনা ছিলো ইউনূসের। এসবই বিশ্বস্ত সূত্র থেকে জেনেছে পত্রিকাটি।’’
‘‘আমেরিকা যে পল্টি মেরেছে এটা জেনেই ড. ইউনূস অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে স্ট্যান্ডবাই বেড রেডি রাখতে নির্দেশ দিয়েছেন।’’
‘‘এতো দ্রুত তার ভাগ্যলিপি বদলে যাবে তিনি ধারণা করতে পারেন নি…’’










