জাতীয় নাগরিক পার্টি-এনসিপি থেকে পদত্যাগ করেছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তবে তিনি ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে দলটির শীর্ষ নেতৃত্বকে ও ফেসবুক পোষ্টে পদত্যাগের কথা জানান তিনি। এনসিপির দলীয় গ্রুপে তার পদত্যাগের পোষ্টের বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক কেন্দ্রীয় নেতা।
তানসিম জারার স্বামী খালেদ সাইফুল্লাহ এনসিপির যুগ্ম আহ্বায়ক। তিনিও দলটি থেকে পদত্যাগ করবেন বলে জানা গেছে। খালেদ সাইফুল্লাহ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন বলেও জানিয়েছেন।
পদত্যাগ করে তিনি এনসিপির দলীয় গ্রুপে লিখেছেন, ‘প্রিয় সহযোদ্ধাগণ, আমি দল থেকে পদত্যাগ করেছি। গত দেড় বছরে আপনাদের থেকে অনেক কিছু শিখেছি। সেজন্য আন্তরিক কৃতজ্ঞতা। আপনাদের জন্য শুভকামনা রইলো।
ফেসবুকে পোস্টে তিনি লিখেন, প্রিয় খিলগাঁও, সবুজবাগ ও মুগদাবাসী, আমি আপনাদের ঘরের মেয়ে। খিলগাঁওয়েই আমার জন্ম ও বেড়ে ওঠা। আমার স্বপ্ন ছিল একটি রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম থেকে সংসদে গিয়ে আমার এলাকার মানুষের ও দেশের সেবা করা। তবে বাস্তবিক প্রেক্ষাপটের কারণে আমি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি।
জনগণের কাছ থেকে নেওয়া অনুদানের অর্থ ফেরত দেবেন বলেও জানান ডা. তাসনিম জারা।









