রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ইমেরিটাস সভাপতি ড.কামাল হোসেন।
আজ সোমবার ২১ জুলাই এক বিবৃতিতে তিনি শোক প্রকাশ করেন।
বিবৃতিতে ড.কামাল হোসেন বিমান বিধ্বস্ত হয়ে আহতদের দ্রুত উদ্ধার ও তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এবং নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও তিনি প্রশিক্ষন বিমান দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে নিরাপদ জোনে প্রশিক্ষণ গ্রহণের বিষয়টি নিশ্চিত করা এবং দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান।









