ব্রাজিলের সাবেক ফরোয়ার্ড ডগলাস কস্তার নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। সন্তানের ভরণপোষণ সংক্রান্ত বিষয়ে ব্রাজিলের আদালত পরোয়ানা জারি করেছেন। কস্তার ৩০ দিনের জেল সাজা হওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের জন্য সঠিকভাবে খরচ না দেয়ায় অভিযোগের সম্মুখীন হয়েছেন।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, পোর্তো আলেগ্রের ষষ্ঠ পারিবারিক আদালতের আইনি নথিতে দেখা গেছে, একজন বিচারকের স্বাক্ষরে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে।
মামলাটি গোপনে পরিচালিত হচ্ছিল। গ্রেপ্তারি পরোয়ানার সঙ্গে শাস্তি নির্ধারণ করা হয়েছে ৩০ দিনের। এই পরোয়ানা দুই বছরের জন্য কার্যকর এবং যেকোনো আদালতের কর্মকর্তা বা পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করতে পারবেন।
৩৫ বর্ষী কস্তার বিরুদ্ধে অভিযোগ, প্রায় ১৪০,০০০ মার্কিন ডলার ভরণপোষণের অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয়েছেন। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ব্রাজিলে একই কারণে কস্তা দ্বিতীয়বার গ্রেপ্তারের ঝুঁকিতে পড়েছেন। প্রথমবার দুবছর আগে যখন মেজর লিগ সকারে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির হয়ে খেলছিলেন, তখন গ্রেপ্তারের মুখে ছিলেন এবং সেসময় কস্তার আইনজীবীরা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছিলেন।









