চলতি বছর দুর্দান্ত ছন্দে আছে বার্সেলোনা। সব প্রতিযোগিতা মিলিয়ে অপরাজিত টানা ২২ ম্যাচে। চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্টদের মুখোমুখি হবে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। প্রতিযোগিতায় টিকে থাকতে বার্সার আক্রমণ সামলানোর পথ খুঁজে বের করতে হবে বরুশিয়াকে, কাজটা খুব বেশি সহজ হবে না বলছেন কোচ নিকো কোভাচ।
শেষ আটের প্রথম লেগে বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় বার্সার মাঠে শুরু হবে লড়াই। নতুন আঙ্গিকের চ্যাম্পিয়ন্স লিগে প্রাথমিক পর্বেও কাতালুনিয়ান দলটির বিপক্ষে খেলেছিল তারা। দুবার সমতা ফেরানোর পরও হেরেছিল ৩-২ গোলে।
বার্সার বিপক্ষে নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছেন কোভাচ। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে ডর্টমুন্ড কোচ বলেছেন, ‘আমরা এখানে আন্ডারডগ হিসেবে এসেছি, এতে আমাদের প্রতিপক্ষের কাজটা সহজ হবে না। আমরা উন্নতি করছি, তাই নিজেদের আন্ডারডগ হিসেবে দেখছি। এখানে দুটি ম্যাচ আছে, তাদের ডর্টমুন্ডেও খেলতে হবে। মনে করি, আমাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা আছে।’
‘আমরা জানি, কেমন আক্রমণ শক্তির মুখোমুখি হতে হবে। আমাদের সুশৃঙ্খল হতে হবে। ওরা বক্সের ভেতর ও আশেপাশে ভীষণ শক্তিশালী। খুবই শক্তিশালী তবে সব প্রতিপক্ষেরই দুর্বলতা আছে, সেটা ব্যবহার করতে চাই। আমরা কী পরিকল্পনা, সেটা বলে দেয়াটা বুদ্ধিমানের মতো কাজ হবে না। তবে একটি ভাবনা আছে এবং আমরা সতর্ক আছি।’
গত আসরে চ্যাম্পিয়ন্স লিগে রানার্সআপ হয়েছিল ডর্টমুন্ড। চলতি মৌসুমে বুন্দেসলিগায় ভুগছে দলটি। ছয় রাউন্ড বাকি থাকতে আছে আটে। বাড়ছে ইউরোপসেরার মঞ্চের পরের আসরে জায়গা না পাওয়ার শঙ্কা।









