শুরুতে ১০ জনের উরুগুয়ের সাথেও গোল আসেনি, পরে টাইব্রেকারে হেরে কোপা আমেরিকা থেকে বিদায় নিয়েছে ব্রাজিল। লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের আসরে হারের পুরো দায় নিচ্ছেন কোচ ডোরিভাল জুনিয়র। টাইব্রেকারে উরুগুয়ের কাছে ৪-২ গোলে হারের পর দায় নেয়ার কথা বলেছেন ব্রাজিলের সাবেক এ খেলোয়াড়।
৬২ বর্ষী ডোরিভাল ম্যাচ নিয়ে বলছেন, ‘এধরনের কাজের জন্য প্রচুর পরিমাণে ধৈর্য প্রয়োজন। আমাকে এ কথা বলতেই হবে যে, এমন ফলাফল আমরা আশা করিনি। এজন্য পুরো দায় আমি নিচ্ছি। কিন্তু আমার এটাও মনে হয় এই দলের উন্নতি ও বিকশিত হওয়ার প্রচুর সুযোগ রয়েছে।’
‘সাধারণত এটা একটা পদ্ধতি, যখন দল সাজাতে যাবেন নানাধরনের প্রতিবন্ধকতা সামনে আসবে। এটা আমাদের প্রথম আনুষ্ঠানিক কোনো আসর এবং আমরা যা আশা করেছিলাম, ফলাফল তার অনেক বাইরে। আমাদের প্রধান উদ্দেশ্য এখন বিশ্বকাপ বাছাইয়ে উতরানো।’
দলের মধ্যে সমন্বয়হীনতার কথা টেনে সেলেসাও কোচ বলেছেন, ‘আমাদের অনেকেই দীর্ঘ মৌসুম শেষে যোগ দিয়েছে। অনুশীলনে যা দেখেছি এবং প্রতিদিন যা দেখছি, আমার মনে হয়েছে দল হিসেবে আমরা ভালো করতে পারব। অনেকে নিজেদের বুঝতে পারছে না, বিষয়টা এমন একটা ছেড়াফাটা দলকে নতুন করে তৈরির মতো। আসলে ফুটবলে উত্থান এবং পতন রয়েছে।’
৭৪ মিনিটে উরুগুয়ের নান্দেজ লাল কার্ড দেখার পর ১০ জনের উরুগুয়ের বিপক্ষেও ডোরিভালের শিষ্যরা গোল পায়নি। শেষপর্যন্ত গোলশূন্য ড্র ম্যাচ টাইব্রেকারে গড়ায়। এডের মিলিতাও ও ডগলাস লুইজ স্পটকিকে গোল করতে না পারায় বিদায় নেয় দল।









