জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমাদের ধর্মীয় অনুভূতিতে কেউ আঘাত করলে তার বিচার চাই, কিন্তু ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা দেখতে চাই না।
মঙ্গলবার (২৯ জুলাই) টাঙ্গাইলে এক সভায় তিনি বলেন, রংপুরে হিন্দু জনগোষ্ঠীর উপর হামলা হয়েছে, আমরা এর প্রতিবাদ জানাই।
তিনি বলেন, মাওলানা ভাষানীর আদর্শকে ধারণ করে আমরা নতুন বাংলাদেশ গড়তে চাই।
তিনি আরও বলেন, এসব হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। যারা এসব করছে, আমরা চাই তাদের বিচার হোক।









