শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনের মতো বন্যার্তদের সহায়তায় সবখানে নিয়মিত মুখ হয়ে উঠছে দেশের জনপ্রিয় ব্যান্ডগুলো। টিএসসি, চারুকলা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা রবীন্দ্র সরোবর- যেখানেই ত্রাণ সহায়তায় কনসার্ট হচ্ছে, দেখা মিলছে দলগুলোর।
বৃহস্পতিবার রাতে ঢাবির চারুকলা ইনস্টিটিউটের আয়োজনে পারফর্ম করলো দেশের জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীনসহ বেশ কয়েকটি গানের দল। এরমধ্যে আছে সোনার বাংলা সার্কাস, আপেক্ষিক, সর্বনাম, অর্ঘদেব এবং চারুকলার গানের দল।
এদিন সন্ধ্যায় চারুকলায় গিয়ে দেখা যায়, পুরো বকুল তলা চত্বর লোকে লোকারণ্য। বিশেষ করে তরুণ তরুণীদের ঢল নামে চারুকলায়। ভেতরে প্রবেশের মুখেই দেখা যায় বন্যার্তদের সহায়তার জন্য বেশ কয়েকটি বুথ। চেয়ার টেবিলসহ বসে আছেন কয়েকজন। শুধু যে অর্থ সহায়তা, তা নয়; অনেকেই খাবার কিংবা কাপড় নিয়েও উপস্থিত হয়েছেন।
অন্যদিকে বকুল তলার মঞ্চে চলছে একের পর এক গান। শেষ দিকে মঞ্চে উঠে সোনার বাংলা সার্কাস। ভোকাল ও দলনেতা প্রবর রিপনের গাওয়া গানে মাতে তারুণ্য। সেই সাথে গানের মাঝখানে থেমে থেমে শিল্পী উপস্থিত সবার উদ্দেশে বলেন, যেন বন্যার্তদের জন্য সবাই সাধ্যমত সহায়তা করেন।
রিপন বলে উঠেন, আমরা সঙ্গবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে আমাদের উপর চেপে বসা স্বৈরাচারকে তাড়িয়েছি, আমরা নিশ্চিত- যে দুর্যোগ আমাদের উপর এখন চলছে, সেটাও সবাই ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করবো।
দলটি বেশ কয়েকটি গান শোনানোর পর মঞ্চে উঠে শিরোনামহীন। তখন রাত প্রায় সাড়ে ৯টা। দলটির বেজ গিটারিস্ট ও দলনেতা জিয়াউর রহমানও উপস্থিত দর্শকের উদ্দেশে একই আহ্বান জানান। তিনি বলেন, আমাদের যার যা কিছু আছে, তাই নিয়ে যেন বন্যার্তদের পাশে দাঁড়াই। সবাই ঐক্যবদ্ধ হয়ে যে কোনো কাজ করলে সফলতা আসে তার প্রমাণ তো আমরা ৫ আগস্টই পেয়েছি।
দলটির জনপ্রিয় সব গান পরিবেশনের সাথে মিশে যায় চারুকলার শ্রোতাদর্শক। এরমধ্যে ছাত্র-জনতার আন্দোলন নিয়ে গাওয়া শিরোনামহীনের সর্বশেষ আলোচিত গান ‘কেন?’ পরিবেশনের আগে জিয়া বলেন, কেন সবাই আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বৈরাচার হঠাতে রাস্তায় নেমেছিলাম, এটা সবাই জানি। কিন্তু যারা জানেন না, তারা এই গানটি শুনলে পরিস্কার হয়ে যাবেন!
বন্ধ জানালা, একা পাখি কিংবা এই অবেলার সাথে উপস্থিত দর্শক চিৎকার করে গলা মেলান। এসময় জিয়া আবারও সবার উদ্দেশে বলেন, আমরা অনেক মানুষ একসাথে হয়েছি একটা ভালো কাজের জন্য। গেল ছাত্র-জনতার আন্দোলনে আমরা অনেক ভাইদের হারিয়েছি। বন্যাতেও অর্ধশত ভাই-বোনকে হারিয়েছি। এই অবেলায় আর কোনো প্রাণ হারাতে চাই না। দয়া করে সবাই বন্যার্তদের সহায়তায় এগিয়ে আসুন। সবাই সাধ্যমত কন্ট্রিবিউট করুন।
বন্যার্তদের জন্য চলতি সপ্তাহে বিনা পারিশ্রমিকে এরইমধ্যে তিনটি কনসার্টে অংশ নিয়েছে শিরোনামহীন। বন্যার্তদের সহায়তায় এই ধারা সামনে অব্যাহত রাখবেন বলেও জানায় ব্যান্ডটি।
দুই দিনব্যাপী কনসার্টে শেষ দিনে কারা গাইবে?
বকুল তলার গান-১ শুক্রবার (৩০ আগস্ট) ও শনিবার (৩১ আগস্ট) সারাদেশে বন্যার্ত মানুষের পুনর্বাসনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট দুই দিনব্যাপী উন্মুক্ত কনসার্টের আয়োজন করেছে। কনসার্টে নগদ অর্থ সংগ্রহ করার জন্য থাকবে বুথ। এছাড়াও বন্যার্তদের জন্য সংগ্রহ করা হবে ব্যবহারযোগ্য জামাকাপড়সহ অন্যান্য ত্রাণ সামগ্রী।
কনসার্টের দ্বিতীয় দিন শনিবার(৩১ আগস্ট) গাইবে জলের গান, মেঘদল, হাইওয়ে, কাকতাল, আহমেদ সানি, বাউলা এবং আনান সিদ্দিকা। বিকেল ৪টায় শুরু হয়ে কনসার্ট চলবে রাত ১০টা পর্যন্ত।









