নাটকীয়তার শেষে পিএসজি ছেড়ে ম্যানচেস্টার সিটি গেছেন জিয়ানলুইজি দোন্নারুমা। গ্রীষ্ম দলবদলের শেষদিনে নতুন ঠিকানা পেয়েছেন তিনি। দলবদলের আগে পিএসজিতে বেশ ভালো মৌসুম কাটিয়েছিলেন ২৬ বর্ষী ইতালিয়ান গোলরক্ষক। পরে মন কষাকষি হয়। তবুও পিএসজিতেই থেকে যাওয়া ইচ্ছা ছিল তার।
সোমবার রাতে প্যারিসের থিয়েটার দু শাতলেতে জমকালো আয়োজনে ব্যালন ডি’অর-২০২৫ বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ছেলেদের বর্ষসেরা গোলরক্ষক ইয়াসিন ট্রফি দোন্নারুমার হাতে তুলে দেন ইতালি ও জুভেন্টাসের কিংবদন্তি সাবেক জিয়ানলুইজি বুফোন। পুরস্কার হাতে মনের দুয়ার খুলে দেন দোন্নারুমা।
পিএসজির প্রতি এবং সাবেক সথীর্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। দোন্নারুমা বলেন, ‘হ্যাঁ, পিএসজিতে থাকতে চেয়েছিলাম। যখন অনেক সময় একসাথে কাটান, বন্ধু তৈরি করেন এবং অনেককিছু ভাগ করেন, তখন ছেড়ে চলে যাওয়া কঠিন হয়। এটা অসাধারণ, পুরো দলকে অভিনন্দন, তাদের ছাড়া আমি এখানে থাকতে পারতাম না, এটা ছিল পুরো দলের সম্মিলিত প্রচেষ্টা। সিটি একটি অসাধারণ ক্লাব, অসাধারণ খেলোয়াড়দের নিয়ে গড়া এবং তারা আমাকে পরিবার হিসেবে গ্রহণ করেছে, যা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ।’









