হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠানের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ বন্ধ অবস্থায় তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ছবিটি দেখে অনেকে ধারণা করছেন, তিনি অনুষ্ঠান চলাকালীন ঘুমিয়ে পড়েছিলেন। এই ঘটনাকে ঘিরে প্রেসিডেন্ট হিসেবে তাঁর মনোযোগ ও কার্যদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা।
গত বৃহস্পতিবার ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর ঘোষণা দিতে ওভাল অফিসে এক অনুষ্ঠানে অংশ নেন ট্রাম্প। অনুষ্ঠানের একপর্যায়ে তাঁকে চোখ বন্ধ অবস্থায় দেখা যায়। উপস্থিত সাংবাদিকদের মতে, কখনো কখনো তিনি চোখ খোলা রাখতে হিমশিমও খাচ্ছিলেন।
রোববার (৯ অক্টোবর) ছবিগুলো ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সমালোচকেরা প্রশ্ন তোলেন, ‘ট্রাম্প কি অনুষ্ঠানের মাঝেই ঘুমিয়ে পড়েছিলেন?’
তবে বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউস। প্রেসিডেন্টের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না। তিনি পুরো সময় মনোযোগ সহকারে বক্তব্য দিয়েছেন এবং অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দিয়েছেন।’
রজার্স আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দুটি গুরুত্বপূর্ণ ওষুধের দাম কমিয়েছেন। এসব ওষুধ ডায়াবেটিস, হৃদ্রোগ, স্থূলতা ও অন্যান্য দীর্ঘমেয়াদি সমস্যায় ভুক্তভোগীদের সহায়তা করবে। এতে কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং বহু মানুষের জীবন রক্ষা পাবে। কিন্তু ব্যর্থ উদারপন্থী সংবাদমাধ্যম সেটি প্রচার না করে গুজব ছড়াচ্ছে।’
হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, ট্রাম্প নিয়মিতভাবে জনসমক্ষে উপস্থিত হন এবং দীর্ঘ সময় ধরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। তাঁর সহকর্মীরা বরাবরই তাঁর ‘উদ্যম ও কর্মক্ষমতার’ প্রশংসা করে আসছেন।
উল্লেখ্য, ৭৯ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন করছেন। শুরু থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। গত মাসে তিনি ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে একবার এমআরআই করান, যদিও পরীক্ষার কারণ প্রকাশ করা হয়নি।
সম্প্রতি হোয়াইট হাউস জানিয়েছে, চিকিৎসকেরা তাঁর পায়ের ফোলা পরীক্ষা করে শিরাজনিত একধরনের সমস্যা শনাক্ত করেছেন। তবুও ট্রাম্প নিয়মিত কাজ করছেন এবং দেশব্যাপী রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন।








