রিপাবলিকানদের সাথে দেখা করতে ক্যাপিটল হিলে গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালে কংগ্রেস ভবনটিতে তার সমর্থকদের করা দাঙ্গার পর এটি তার প্রথম ক্যাপিটল হিল সফর।
আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ক্যাপিটল হিল ভবনের কাছে রিপাবলিকান দলের কার্যালয়ে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প। সেখানে বিক্ষোভকারীরা ব্যর্থ অভ্যুত্থান, গণতন্ত্র সব সময়, ট্রাম্প কখনোই নয় স্লোগান দিতে থাকেন।
এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, দলে বড় ধরনের ঐক্য রয়েছে। মতের মিল না হলেও অনুসারী রিপাবলিকানদের পাশে থাকার প্রত্যয় জানান ট্রাম্প। তিনি বলেন, আমি আপনাদের প্রত্যেকের সাথে আছি। আমি সবসময় আপনাদের সাথে থাকব।
আসন্ন নভেম্বরে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সম্ভাব্য রিপাবলিকান মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ক্যাপিটালে হিলে গিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন। তিনি দলের মধ্যে যেকোন দীর্ঘস্থায়ী মতপার্থক্য না রেখে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি সেখানে একটি সংগঠনের ২০০ কর্পোরেট নেতার সাথে দেখা করেন।
সফর নিয়ে ডেমোক্রেটিক হাউসের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প ছিলেন বিদ্রোহের প্ররোচনাদাতা। তিনি অপরাধের জায়গায় ফিরে এসেছেন। অন্যদিকে হাউস স্পিকার মাইক জনসন বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আজ অসাধারণ পরিমাণ শক্তি এবং উত্সাহ নিয়ে এসেছেন।









