যুক্তরাষ্ট্রের খ্যাতনামা সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আরও একবার স্থান পেয়েছেন নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে ২০২৪ সালের ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়েছে।
গত ৯ ডিসেম্বর টাইম সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে। এরপর গতকাল ১২ ডিসেম্বর ভোরে ম্যাগাজিনটি ‘পারসন অব দ্য ইয়ার’ হিসেবে ট্রাম্পের নাম ঘোষণা করে।
ট্রাম্পকে (৭৮) এবার দ্বিতীয় বারের মতো ‘পারসন অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়। এর আগে ২০১৬ সালে তাকে প্রথমবারের মতো এই খেতাবে ভূষিত করা হয়।
নির্বাচিত রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে (এনওয়াইএসই) উদ্বোধনী ঘণ্টা বাজিয়ে টাইম ম্যাগাজিনের এই সম্মান উদযাপন করবেন। এ সময় তার সঙ্গে উপস্থিত থাকবেন পরিবারের কয়েকজন সদস্য।
টাইম ম্যাগাজিনের এই ঐতিহ্য ১৯২৭ সালে ম্যান অব দ্য ইয়ার নামে শুরু হয়। আগের বিজয়ীদের মধ্যে রয়েছেন জলবায়ু পরিবর্তনকর্মী গ্রেটা থুনবার্গ, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, মেটার সিইও মার্ক জাকারবার্গ, পোপ ফ্রান্সিস ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। টাইম ম্যাগাজিনের সম্পাদকেরাই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেন কে এই সম্মান পাবেন।









