যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে আজ সোমবার (২০ জানুয়ারি) শপথ গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। এদিন শপথ নেবেন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও। শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে দিনব্যাপী আয়োজনে থাকছেন সাবেক প্রেসিডেন্ট, ফেডারেল কর্মকর্তাসহ ট্রাম্প ভক্তরাও।
অনুষ্ঠানে পারফর্ম করবেন তারকা শিল্পীরা। ক্যাপিটল হিলে শুরু হয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হবে হোয়াইট হাউসে।
যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্ষমতার মসনদে বসেন নতুন প্রেসিডেন্ট। আর হোয়াইট হাউস ছাড়েন বিদায়ী প্রেসিডেন্ট। এরই ধারবাহিকতায় ২০ জানুয়ারি শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ক্যাপিটল হিলে স্থানীয় সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে অভিষেক অনুষ্ঠান। ৪০ বছরে এবারই প্রথম ক্যাপিটল হিলের ভেতরে করা হচ্ছে আয়োজন। মহা-আয়োজনের শুরুতেই থাকছে সঙ্গীতানুষ্ঠান ও উদ্বোধনী বক্তব্য।
এরপরই ট্রাম্প পাঠ করবেন বহুল প্রতীক্ষিত শপথ বাক্য। এসময় আগামী ৪ বছরের লক্ষ্য নির্ধারণ করবেন ট্রাম্প।
পরে ট্রাম্প যাবেন সিনেট চেম্বারের প্রেসিডেন্ট কক্ষে, স্বাক্ষর করবেন গুরুত্বপূর্ণ নথি। এরপরই রিপাবলিকান প্রেসিডেন্ট যোগ দেবেন কংগ্রেস আয়োজিত মধ্যাহ্নভোজে। ক্যাপিটল হিল থেকে হোয়াইট হাউস পর্যন্ত হবে কুচকাওয়াজ। দুবারের প্রেসিডেন্ট অংশ নেবেন ৩টি সমাবেশেও।
অনুষ্ঠান প্রাণবন্ত করবেন সঙ্গীত শিল্পী ক্যারি আন্ডারউড। গাইবেন আমেরিকা দ্য বিউটিফুল। মঞ্চ মাতাবেন লি গ্রিনউডও। এছাড়া, থাকছেন বিলি রে সাইরাস, জেসন আলডিন, গ্যাভিন ডিগ্রো, কিড রক ও ডিস্কো গ্রুপ দ্য ভিলেজ পিপল।
ট্রাম্পের পর সবচেয়ে গুরুত্বের দাবিদার বিদায়ী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট। অতিথি হিসেবে আসছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ বুশ ও ফার্স্ট লেডি লরা বুশ। তবে থাকছেন না ওবামা পত্নী। এছাড়াও যোগ দেবে ফেডারেল কর্মকর্তা ও ট্রাম্প ভক্তরা। একই অনুষ্ঠানে শপথ নেবেন ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও।









